রিপোর্ট, খালেদ সিদ্দিকী, বগুড়া:
বগুড়ার ঐতিহ্যবাহী ভান্ডারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বেলা ১২ টায় বগুড়া সদরের ফুলবাড়ী এলাকায়, ভান্ডারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে, এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তৌফিকুর রহমান বাপ্পী ভান্ডারির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদ ৪১ বগুড়া ৬ সদর আসনের মাননীয় সংসদ সদস্য, রাগেবুল আহসান রিপু (এমপি)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন, তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন পড়াশোনার পাশাপাশি শরীর চর্চা ও খেলাধুলা করে তোমাদের ফিট থাকতে হবে, তোমাদের সু শিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়তে, পড়াশোনায় আরো মনোযোগী হয়ে এখন থেকেই স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যডভোকেট মকবুল হোসেন মকুল, সভাপতি বগুড়া ডাইবেটিক সমিতি ও সহ সভাপতি বগুড়া জেলা আওয়ামী লীগ, জার্জিনা রহমান ভান্ডারি, জোবায়দা আহসান জবা, বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সহধর্মিণী মাননীয় সংসদ সদস্য ৪১ বগুড়া ৬, অত্র স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা, অভিভাবক সহ বিভিন্ন অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।