আজাদুর রহমান:
বগুড়ায় মহাসড়ক নির্মাণ অগ্রগতি ও আসন্ন ঈদ মৌসুমে যানজটের ঝুঁকি যাচাই করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। ৩১ শে মার্চ রবিবার সকাল এগারোটা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া অংশের চান্দাইকোনা থেকে মাটিডালি পর্যন্ত সাসেক প্রকল্পের মহাসড়ক নির্মাণ অগ্রগতি ও আসন্ন ঈদ মৌসুমে এই মহাসড়কে যানজটের ঝুঁকি যাচাই করতে এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার (অতি. ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম; নির্বাহী প্রকৌশলী, সওজ আসাদুজ্জামান; নির্বাহী প্রকৌশলী, সাসেক-২ মামুন কায়ছার; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার; উপজেলা নির্বাহী অফিসার, শাজাহানপুর তাহমিদা আক্তার; শাজাহানপুর ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ; সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ, শাহজাহানপুর ও শেরপুর উপজেলা; পৌর মেয়রবৃন্দ, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানবৃন্দ; হাইওয়ে পুলিশ এর অফিসারবৃন্দ, অফিসার-ইন-চার্জবৃন্দ, বণিক সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় জনগণসহ জেলা প্রশাসন ও সওজ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনের সময় আসন্ন ঈদ মৌসুমে যানজট হতে পারে এমন কয়েকটি স্থান চিহ্নিত করা হয়। এছাড়াও যানজট নিরসনে কিছু অন্তর্বর্তীকালীন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।