আজাদুর রহমান:
পবিত্র রমজান মাস উপলক্ষে বগুড়ায় নিত্য পণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে রাজাবাজার এলাকায় জেলা প্রশাসনের লিফলেট বিতরণ করা হয়। ১৪ ই মার্চ (বৃহস্পতিবার) বিকাল চারটায় বগুড়া শহরের রাজাবাজার এলাকায় এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এর নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি.এম. ইমরুল কায়েস এর নেতৃত্বে বগুড়া শহরের রাজাবাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, বগুড়া জেলার নিরাপদ খাদ্য অফিসার রাসেল, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মমতা হক, মাঠ ও বাজার পরিদর্শক আবু তাহের প্রমুখ।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমে সহায়তা প্রদান করেন জেলা পুলিশ ও এপিবিএন এর সদস্যবৃন্দ। বাজার মনিটরিংকালে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদেরকে হালনাগাদকৃত মূল্য তালিকা না থাকার বিষয়ে সতর্ক করা হয় এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মুনাফার লোভে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় না করার নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসন, বগুড়ার পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দ্রব্যমূল্য বৃদ্ধি ও মজুতদারি, যানজট, ভেজাল অস্বাস্থ্যকর খাবার তৈরি ও বিক্রি করা ইত্যাদি নিরসনের লক্ষ্যে সরকারি বিধি-বিধান সম্বলিত গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।