রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। হেগভিত্তিক এই আদালতের ওয়ারেন্টের কারণে মঙ্গোলিয়া সফরের সময় রাশিয়ার প্রেসিডেন্টকে গ্রেপ্তারের সম্ভাবনা তৈরি হয়েছে।
গতকাল শনিবার সংস্থাটির মুখপাত্র ফাদি আল-আবদুল্লাহ বলেন, অবশ্যই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করতে হবে, কারণ মঙ্গোলিয়া আইসিসির সদস্য।
ইউক্রেন যুদ্ধে পুতিনের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। আজ রবিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের ৮৫তম বার্ষিকী উপলক্ষে প্রতিবেশী মঙ্গোলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে পুতিনের। মঙ্গোলিয়া আবার আইসিসির অন্যতম সদস্য দেশ। সে কারণে নীতিগতভাবে দেশটি আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মেনে চলতে বাধ্য। ফলে পুতিন এবার গ্রেপ্তারের ঝুঁকিতে রয়েছেন।
ফাদি আল-আবদুল্লাহ বলেন, যেসব দেশ রোম সনদে স্বাক্ষর করেছে, তারা ৯ নম্বর অনুচ্ছেদ অনুসারে সহযোগিতা করতে বাধ্য। রোম সনদ একটি আন্তর্জাতিক চুক্তি, যা আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্থাপন করেছে। ২০০২ সালে মঙ্গোলিয়া এই সনদে স্বাক্ষর করে।