নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধায় গোবিন্দগঞ্জ শিকশহর সমাজ কল্যাণ ক্লাবের আয়োজনে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ হয়েছে।
১০ ই এপ্রিল বুধবার সকালে গোবিন্দগঞ্জ শিকশহর
এলাকায় ৯০ অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা হিসেবে এই সামগ্রী বিতরণ করা হয়েছে।
রব্বানী আউয়াল সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম (ইমাম শিক শহর জামে মসজিদ ) আলহাজ্ব তাজুল ইসলাম (অবসপ্রাপ্ত সেনা কর্মকর্তা) আলহাজ্ব শফিকুল ইসলাম (অবসপ্রাপ্ত ম্যানেজার ব্র্যাক) আলহাজ্ব জহুরুল ইসলাম (অবসপ্রাপ্ত জেলা স্যানিটেশন অফিসার) মাও: মোঃ আজিজুল ইসলাম সবুজ (প্রভাষক,ফুলছড়ি সিনিয়র আলিম মাদ্রাসা) সহ সংগঠনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।