সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারানোর পর ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে উড়িয়ে শিরোপা নিশ্চিত করে টাইগার যুবারা। গতকাল শিরোপা জয়ের পর আজ দেশে ফিরল কোচ মারুফুল হকের দল।
আজ বৃহস্পতিবার টা ৩৫ মিনিটে অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বহন করা উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। যদিও প্রথমে ২টার পরপর ফ্লাইটটি অবতরণের কথা ছিল। তবে, পরে ফ্লাইট বিলম্ব হয়ে যায়।
গতকাল কাঠমান্ডুর কাছেই আনফা কমপ্লেক্সে প্রথমার্ধে বাংলাদেশের হয়ে একমাত্র গোল দেন মিরাজুল। দ্বিতীয়ার্ধে আরও এক গোল দেন এই ফুটবলার। পরে রাহুলের গোলে ৭০ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায় টাইগাররা। ৮০ মিনিটের মাথায় এক গোল পরিশোধ করে নেপাল। এদিন ১০ মিনিট ইনজুরি সময় দেন রেফারি। এই সময়ে আরও গোল খায় নেপাল। ৪-১ গোলের বড় জয়ে শিরোপা নিশ্চিত করে উচ্ছ্বাসে মাতে টাইগার যুবারা।
এদিকে, সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় এই বৈঠক হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান। এর আগে, আজ সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করবে সাফজয়ী দলটি।