আজাদুর রহমান:
বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ২৫ বিঘা জমির ভূট্টা পুরে ছাই হয়েছে। এতে কৃষক ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার আনোয়ার হোসেনের ২ বিঘা জমিতে ভূট্টা চাষ করে। সেই ভূট্টা জমি থেকে তুলে নিয়ে যায়। পরে জমি পরিস্কার করার জন্য ওই ভূট্টার গাছে আগুন লাগিয়ে দিয়ে বাড়িতে যায়। তীব্র দাবদাহের কারনে তার জমি থেকে অন্য জমিতে আগুন ছড়িয়ে পড়ে প্রায় ২৫ বিঘা জমির ভূট্টা পুরে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
কৃষক ফিরোজ বলেন, আমি ১ বিঘা জমিতে ভূট্টা চাষ করেছিলাম আমার সম্পূর্ণ জমি পুরে গেছে। এতে আমার প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন ও শেরপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুপুর ১টার সময় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রন আনা হয়েছে। এতে অনেক ভূট্টার জমি রক্ষা পেয়েছে।