আজাদুর রহমান:
ঢাকা-বগুড়া মহাসড়কের ধান বোঝায় ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফজলু (৫৫) নামের এক ট্রলি চালক নিহত হয়েছে। এ ঘটনায় দুই জন আহত হয়েছে।
শনিবার (২৫ মে) দুপুরে শেরপুর উপজেলার হামছায়াপুর ঢাকা বয়লার গেটের এ দূর্ঘটনা ঘটে। নিহত ফজলু উপজেলার কুসুম্বি ইউনিয়নের উদয়কুড়ি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, ফজলু ধান বোঝায় ট্রলি নিয়ে রাস্তার উল্টো দিক দিয়ে ঢাকা বয়লার এলাকায় পৌছালে বগুড়া গামী ট্রাক ঢাকা মেট্রো ট-১৮-৩৬৫০ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলি চালক ফজলু, ট্রাকের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়। স্থানীয়রা ফজলুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত ফজলুর স্ত্রী নাজমা খাতুন বলেন, তিন সন্তান এতিম হয়ে গেল, আমি বিধবা হলাম। আমাদের ২ মেয়ে ১ ছেলেসহ ৫জনের অভাবের সংসারের ট্রলি চালিয়ে সংসারের একমাত্র উপর্জন করত স্বামী। সে মারা গেল, স্বামীও হারালাম, এখন আমাদের সংসার চলবে কি করে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট মাসুদ রানা জানান, আইনগত প্রক্রিয়াধীন শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।