আজাদুর রহমান:
বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের একটি ভাঙ্গা বাড়ি থেকে ৩০টি গাঁজার গাছসহ বনি আলম (৩২) নামের এক যুবককে আটক করেছে শেরপুর থানা পুলিশ। সে বনমরিচা গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মনছুর আলী মারা যাওয়ায় প্রায় দুই বছর আগে বাড়ী থেকে পরিবারের লোকজন কাজিপুর চলে যায়। এরপর থেকে বনি আলম তার স্ত্রীকে নিয়ে বাড়ীতে বসবাস করছিল। ৬ মাস সংসার করার পর বনি আলমকে ছেড়ে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। বাড়িটি ভাঙ্গা জরাজীর্ণ পরিত্যাক্ত ভেবে স্থানীয়রা বাড়ির ভেতরে যান না। বনি আলম ওই ভাঙ্গা জরাজীর্ণ পরিত্যাক্ত বাড়ীতে একাই থাকে। সে নিয়মিত গাঁজা সেবন করে এবং বীজগুলো বাড়ির আঙ্গীনায় ছড়িয়ে ছিটিয়ে দিলে বীজ থেকে গাছ হয়। সেখানে ছোট বড় প্রায় ৩০টি গাঁজার গাছ হয়। বড় গাছগুলো প্রায় সাড়ে ৪ফিট লম্বা হয়েছে।
আটককৃত বনি আলম জানান, আমি গাঁজা সেবন করি আর গাঁজার বীজ গুলো বুনেছি যাতে আমি নিজেই চাষ করে সেবন করতে পারি।
এ বিষয়ে শেরপুর থানা পুলিশ পুরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, গাঁজার গাছসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।