আজাদুর রহমান:
বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন উপজেলা চেয়ারম্যান হিসেবে নিজের প্রাপ্য সম্মানি ও আনুষাঙ্গিক অর্থ নেবেননা বলে ঘোষণা দিয়েছেন।
ঘোষণায় তিনি আরও বলেন, তিনি তিন মাস পরপর একসাথে ওই টাকা তুলে বগুড়া সদরের গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি হিসেবে বিতরণ করবেন। রোববার (৩০ জুন) দুপুরে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে বগুড়া পৌরসভার বাজেট অনুষ্ঠানে একজন সম্মানিত অতিথির বক্তব্য দিতে গিয়ে ওই ঘোষণা দিয়েছেন।
এই বৃত্তি প্রদান কতদিন চলবে জানতে চাইলে তিনি বলেন, যতদিন চেয়ারে থাকবো।
উল্লেখ্য গত ২৯ মে শুভাশিস পোদ্দার লিটন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তিনি ওই নির্বাচনে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন চেয়ারম্যান আবু সুফিয়ান শফিককে ১১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন। তিনি একই সাথে বগুড়া জেলা যুবলীগের সভাপতি পদেও দায়িত্ব পালন করছেন।