আজাদুর রহমান:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক পথচারীকে ছুরির ভয় দেখিয়ে ছিনতাই করে পালানোর সময় চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
শনিবার দুপুরে তাদের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার সান্তাহার পৌর শহরের পশ্চিম নিউ কলোনী মহল্লার শফিকুল ইসলামের ছেলে আলামিন (২৪), হাউজিং কলোনী মহল্লার লুৎফর রহমানের ছেলে জাহাঙ্গীর (৩২), বশিপুর গ্রামের মোঃ তোমিদুলের ছেলে সবুজ কালু (৩৫) ও কলসা মহল্লার সাইফুল কসাইয়ের ছেলে রাব্বি (২৮)।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, শুক্রবার রাতে মাল গুদামের সামনে রেল লাইনের পাশ দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিল। এসময় কয়েকজন ছিনতাইকারী ওই পথচারীকে পথরোধ করে ছুরির ভয় দেখিয়ে রড ও কাঠের বাটাম দিয়ে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। এরপর সেখান থেকে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, এসময় তাদের থেকে ছিনতাই হওয়া কিছু টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।