আজাদুর রহমান:
বগুড়ার আদমদীঘির উপজেলার সান্তাহার প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাই করতো বগুড়ার ৪যুবক। রবিবার রাতে প্ল্যাটফর্মে এক যাত্রীর পেটে চাকু ধরে মোবাইল ফোন, মানিব্যাগ অন্যান্য সরঞ্জামাদি ছিনতাই করার সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার চকসুত্রাপুর বাদুরতলা এলাকার রফিকুল ইসলামের ছেলে ওয়ালিদ (১৮), একই এলাকার নজরুল ইসলামের ছেলে রনি (২১), মোয়াজ্জেম হোসেনের ছেলে রাজু (১৯) ও আব্দুল আহাদের ছেলে শীশ মোহাম্মদ (১৯)।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, রবিবার রাতে জংশন স্টেশনে প্লাটফর্মে এক যাত্রীকে পেটে চাকু ধরে টাকা-পয়সা ছিনতাইয়ের চেষ্টা করে কয়েকজন যুবক। এসময় ওই যাত্রীর চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বার্মিজ চাকুসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।