ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যানসার সেন্টারে চলছে এই গানের পাখির চিকিৎসা।
পারিবারিক সূত্র জানা গেছে, গত বছরের শেষ দিকে কিছু জটিলতা তৈরি হয় সাবিনা ইয়াসমিনের শরীরে। এরপর নিশ্চিত হওয়া যায়, শিল্পীর মুখ-গহ্বরে ফের ক্যানসার বাসা বেঁধেছে। অবশেষে চলতি মাসের প্রথম সপ্তাহে নিয়ে যাওয়া হলো সিঙ্গাপুরে।
জানা গেছে, এরইমধ্যে সাবিনার মুখে একটি সার্জারি হয়েছে। দ্রুত শুরু হবে থেরাপি। পরিবারের পক্ষ থেকে শিল্পীর জন্য দোয়া চাওয়া হয়েছে।
এদিকে, সাবিনা ইয়াসমিনের সঙ্গে চিত্রনায়িকা অঞ্জনার বন্ধুত্বের কথা সবারই জানা। তাই শিল্পীর অসুস্থতার কথা শুনে চুপ থাকতে পারেননি এই চিত্রনায়িকা। অতীতের বেশ কিছু ছবি শেয়ার করে প্রিয় বন্ধুর উদ্দেশ্যে ফেসবুকে খোলা চিঠি লিখেছেন অঞ্জনা। আলফা নিউজ এক্সপ্রেস এরঅনলাইন’র পাঠকদের জন্য তার কথাগুলো হুবহু তুলে ধরা হলো-
প্রিয় সাবিনা
প্রানের বান্ধবী আমার,
তোর সঙ্গে জীবনের এত মধুময় স্মৃতি যা কখনোই ভুলবার নয়। আমরা দুটি মানুষ হলেও আমাদের বন্ধুত্বে ছিল একটি প্রাণ। আমরা দুজন একে অপরের সুখে-দুঃখে ছিলা
ম এক ও অভিন্ন সারাটি জীবন। দেশে বিদেশে শুটিং, প্রোগ্রাম ও ঘুরতে যাওয়ার আমাদের কত যে অপূর্ব স্মৃতি, যা আজ আমাকে শুধুই কাঁদায় বোন।
তোর এই অসুস্থতা আমাকে অনেক বেশি কষ্ট দেয়রে। কি করব, কাকে কি বলব, ভাষা খুঁজে পাই না। পুরোনো ডায়েরির পাতায় আমাদের স্বর্ণালী সময়ের ছবিগুলো দেখে শুধুই অশ্রুসিক্ত হই।
তুই যে বলেছিলি, অঞ্জনা গরুর মাংসের ভুনা খাব, টক ডাল খাব, কবে তোকে খাওয়াব বলত।
আমি তোর প্রতিক্ষায় রইলাম… তুই দ্রুত সুস্থ হয়ে আমার বাড়িতে আয়, অনেক কথা জমে আছে। সারারাত জেগে আমি, তুই ও রানু আড্ডা দিব। তোর সুস্থতা কামনা করি বোন।