আজাদুর রহমান:
বগুড়ায় উপজেলা চেয়ারম্যান নির্বাচনে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় লিটন ও সজল নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রথম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান পদে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু (কাপ পিরিচ),৬১৫৩ ভোট, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক কর কমিশনার মােঃ শাহজাহান আলী (ঘোড়া) ৩০১২ ভোট এবং সাংসদ পুত্র মােহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল (আনারস) ৩৭২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
ভাইস চেয়ারম্যান পদে মোঃ আয়েন উদ্দীন স্বতন্ত্র টিয়া পাখি ২৩১৩ ভোট মোঃ ইউনুছ আলী স্বতন্ত্র তালা ১০০৩৭ মোঃ তোফাজ্জল হোসেন স্বতন্ত্র মাইক ৪৩৫৬ মোঃ রাকিবুল হাসান স্বতন্ত্র উড়োজাহাজ ৫৬৩৩ মোঃ লিখন মিয়া স্বতন্ত্র টিউবওয়েল ১৮৯৭৩ মোঃ সাইফুজ্জামা স্বতন্ত্র চশমা ১২৬১ মোঃ সাখাওয়াত হোসেন (ছকো) স্বতন্ত্র বৈদ্যুতিক বাল্ব ৩৬৮৪।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ কুলছুমা পারভীন স্বতন্ত্র প্রজাপতি ২৬২৩৭ মোছাঃ শাহিনুর বেগম স্বতন্ত্র ফুটবল ১৯৯৫০ ভোট।
অন্যদিকে সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এমপি সাহাদারা মান্নানের ছোট ভাই বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী মিনহাদুজ্জামান লিটন আনারস প্রতীক নিয়ে ২০৪৮৩ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে ৭৩৪৫ ভোট পান।
২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনেও মিনহাদুজ্জামানকে দলীয় প্রার্থী করেছিলেন সাহাদারা মান্নান। তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন লিটন।