নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে ৮ মার্চ শুক্রবার বগুড়ার সোনাতলা উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লীটনের নেতৃত্বে র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে ফিরে আসে। পরে বঙ্গবন্ধু মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মার সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লীটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রূম্পা, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল ও সোনাতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।