আজাদুর রহমান:
দীর্ঘদিন থেকেই প্যারালাইসিস হয়ে দুই পায়ে ব্যথা নিয়ে কষ্টের সাথে যুদ্ধ করেছিলেন বগুড়ার সোনাতলা উপজেলার নিত্যানন্দপুর গ্রামের মৃত আব্দুল জব্বার মন্ডলের ছেলে আব্দুল মতিন মন্ডল।
৫০ ঊর্ধ্ব বয়সী আব্দুল মতিনের পরিবারে কেউ নাই। তাকে সেবা করা অথবা দেখাশোনা করার কেউ না থাকায় জীবনের সাথে যুদ্ধ করে হেরে যান, সামর্থ অনুযায়ী চিকিৎসা করেও সুস্থ না হওয়ায় একসময় নিজেকে অসহায় মনে করেন এবং অর্থের অভাবে হুইল চেয়ার কিনতে পারেনি।
স্থানীয় সচেতন জনসাধারণের কাছে জানতে পারেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
সেই চিন্তা থেকেই আব্দুল মতিন সোনাতলা উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে আসেন এবং তার সমস্যার বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তাকে জানান। পরে জেলা প্রশাসকের পরামর্শে উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল মতিনকে উপজেলা প্রশাসনের অর্থায়নে একটি নতুন হুইলচেয়ার বিতরণ করেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে আব্দুল মতিনকে হুইলচেয়ার বিতরণের সময় উপজেলা ইঞ্জিনিয়ার মো: মাহবুবুল হক উপস্থিত ছিলেন।
নতুন হুইলচেয়ার পেয়ে উপকারভোগী আব্দুল মতিন জানান, আমি দিঘদিন চিকিৎসা করেও সুস্থ হইনি, পরে ভালো থাকার আশা ছেড়েই দিয়েছিলাম। শুনেছি প্রধানমন্ত্রী আমার মতো অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাই আমি স্যারের কাছে আসছি যেন আমার পাশে দাঁড়ায়। স্যার আমাকে নতুন হুইলচেয়ার দিয়েছেন আমি এখন চলাফেরা করতে পারবো।
এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং জেলা প্রশাসক স্যারের পরামর্শে আব্দুল মতিন নামে একজন প্যারালাইসিস রোগীকে একটি হুইলচেয়ার বিতরণ করেছি। এমন কার্যক্রম অব্যাহত রেখে উপজেলার সকল জনসাধারণের জন্য উপজেলা প্রশাসন সাবাক্ষনিক পাশে দাঁড়ানোর চেষ্টা করবে।