ডেস্ক রিপোর্ট:
কোপার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ৬৪ মিনিটেই চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। এরপর আর খেলা হয়নি। আর্জেন্টাইন অধিনায়ক চোখের জল নিয়ে মাঠ ছাড়লেও কোপা মিশন শেষ করেছেন হাসি দিয়ে। টানা দুই শিরোপা জিতেছে তার দল।
শিরোপা নির্ধারণী ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর পর ১১২ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন লাওতারো মার্টিনেজ। তার গোলেই কোপা আমেরিকায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। মার্টিনেজ গোলটি করেই ছুটে যান মেসির কাছে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন আর্জেন্টাইন মহাতারকাকে। কান্নারত মেসির মুখে ফোঁটে হাসি।
এরপর নিজের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে মেসি একে একে তিনটি পোস্ট করেন। কোপা জয়ের পর প্রথম পোস্টে তিনি দুই হাতে কোপা আমেরিকার দুটি ট্রফি নিয়ে হাস্যোজ্জ্বল একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আরও একটি...।’
দ্বিতীয় পোস্টে পরিবারের সদস্যদের নিয়ে শিরোপা উদ্যাপনের ছবি দিয়ে মেসি লিখেছেন, ‘পরিবার।’ ভালোবাসার ইমোজির পর লিখেছেন, ‘সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’
তৃতীয় পোস্টটিতে সবাইকে ধন্যবাদ জানান মেসি। সেই সাথে নিজের চোটের অবস্থাও জানান তিনি।
মেসি লিখেছেন, ‘কোপা আমেরিকা শেষ। প্রথমেই আমি আমাকে দেয়া বার্তা আর অভিনন্দনের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
নিজের ইনজুরির বিষয়টি নিয়ে মেসি লেখেন, ‘আমি ঠিক আছি। ঈশ্বরকে ধন্যবাদ। আশা করছি, দ্রুতই আমি মাঠে ফিরতে পারব এবং আমি যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা উপভোগ করব।’
প্রকাশক : রওশন জাহান রুম্পা
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধার কন্যা মোছাঃ খালেকুন নাহার পলি
© Copyright 2024, All Rights Reserved Alphanewsexpress | Developed by Seoexpate.com