জার্মানির প্রাদেশিক নির্বাচনে চমক দেখিয়েছে দেশটির সবচেয়ে আলোচিত ও রক্ষণশীল ডানপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড (এএফডি)। গতকাল রবিবার থুরিঙ্গিয়া ও জাক্সেনে রাজ্যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে থুরিঙ্গিয়াতে জয় পেয়েছে তারা। আর জাক্সেনে হয়েছে দ্বিতীয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার জার্মানির কোনো রাজ্যে অতি ডানপন্থী দল সবচেয়ে বড় দল হলো। তবে সরকার গঠন করতে পারবে কি না তা নিয়ে সন্দেহ আছে।
থুরিঙ্গিয়ার নির্বাচনে ৩৩ দশমিক ২ শতাংশ ভোট পায় দ্বিতীয় সর্বোচ্চ ২৩ দশমিক ৬ ভোট পেয়েছে জার্মান সংসদে বিরোধী রাজনৈতিক দল ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক পার্টি সিডিইউ। তৃতীয় হয়েছে বুইন্ডনিস সারাহ ভাগেনক্নেশ্ট এর দল। দলটি পেয়েছে ১৫ দশমিক ৬ শতাংশ।
প্রতিবেশী অঙ্গরাজ্যে জাক্সেনের প্রাদেশিক নির্বাচনেও নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে কট্টরপন্থি দল এএফডি। সেখানে ৩১ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে সিডিইউ। দ্বিতীয় হয়েছে এএফডি।
এদিকে প্রদেশ দুটিতে কোন রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠাতা না পাওয়ায় স্থানীয় সরকার গঠনে সংকট দেখা দিয়েছে। সরকার গঠন করতে অন্য দলের সঙ্গে জোট বাঁধতে হবে।
তাই কোন দলের সঙ্গে কার জোট হবে তার ওপর নির্ভর করছে স্থানীয় সরকার। আগামী সপ্তাহে জানা যেতে পারে কোন কোন দল জোট বাঁধছে।
প্রকাশক : রওশন জাহান রুম্পা
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধার কন্যা মোছাঃ খালেকুন নাহার পলি
© Copyright 2024, All Rights Reserved Alphanewsexpress | Developed by Seoexpate.com