ডেস্ক রিপোর্ট:
রাজধানীর ঢাকা কলেজের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
নিহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর নাম–পরিচয় জানা যায়নি।
পুলিশের নিউমার্কেট অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. রিফাতুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, বিকেলে ঢাকা কলেজের সামনের রাস্তায় এক দল লোককে এক ব্যক্তিকে পেটাতে দেখেছেন তাঁরা। পরে শুনেছেন তিনি ঢাকা মেডিকেলে মারা গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, ঢাকা কলেজের রাস্তা থেকে বিকেল সোয়া ৫টার দিকে এক যুবককে ঢাকা মেডিকেলে আনা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর।
ওই যুবকের পরনে জিন্সের প্যান্ট ও সাদা গেঞ্জি রয়েছে। তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথায় আঘাত রয়েছে।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার দাবিতে আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এর প্রতিবাদে আজ দুপুরে সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বেলা ২টার দিকে ওই মিছিলে হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর থেকে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
ঢাকা কলেজ ফটকের সামনে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হাতে রামদা, রড, লোহার পাইপ, লাঠি নিয়ে অবস্থান নেন। খানিক দূরে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নেন। দুই পক্ষের মধ্যে ইট–পাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে।
এর মধ্যে বিকেল সাড়ে ৫টার পর সেখানে আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এতে অন্তত চারজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন বলে তাঁরা জানিয়েছেন।
প্রকাশক : রওশন জাহান রুম্পা
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধার কন্যা মোছাঃ খালেকুন নাহার পলি
© Copyright 2024, All Rights Reserved Alphanewsexpress | Developed by Seoexpate.com