খালেদ সিদ্দিকী, বগুড়া জেলা প্রতিনিধি
শেখ হাসিনার ফাঁসি সহ, চার দফা দাবিতে বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ আগস্ট মঙ্গলবার বিকাল ৩:৩০ মিনিটে, বগুড়া শহরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক সাতমাথার, মুক্ত মঞ্চে, এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশের পূর্বে, বগুড়া জেলা স্কুলের গেটে শিক্ষার্থীরা একত্রিত হয়ে, একটি বিক্ষোভ মিছিল বের করেন।
উক্ত বিক্ষোভ মিছিলটি, বগুড়া সার্কিট হাউজ মোড় হয়ে, বগুড়া জেলা জজ আদালত, জলেশ্বরীতলা, ইয়াকুবিয়া মোড়, ঘোড়া পট্টি হয়ে শহর প্রদক্ষিণ করে আবারও সাতমাথা এসে মুক্ত মঞ্চে বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা ছাত্র, জনতা সহ, এতগুলো মানুষ হত্যা করে, বিদেশে গিয়ে আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ষড়যন্ত্র বন্ধ করুন আমরা এখনো ঘরে ফিরে যায়নি, ছাত্র-জনতা এখনো রাজপথে আছে আপনার যেকোনো ষড়যন্ত্র আমরা রাজপথে থেকে মোকাবেলা করব।
এ সময় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেকে, উদ্দেশ্য করে শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনি স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশে ফিরে আসার, এবং আওয়ামী লীগকে আবারো পুনরায় রাজনীতি করার ইন্ধন যোগাচ্ছেন, যা ছাত্র-জনতা কখনোই মেনে নেবে না। তারা স্বরাষ্ট্র উপদেষ্টা কে তার বক্তব্য প্রত্যাহার করার দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন, এজাজ আল ওয়াসি জিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আইন বিভাগ। আলবির ইসলাম, ইংরেজি বিভাগ, পুন্ড্র ইউনিভার্সিটি ।
রেদওয়ানুল ইসলাম আকিব, আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রান্ত মাহমুদ, রশায়ন বিভাগ, সরাকারি আজিজুল হক কলেজ, বগুড়া। আরাফাত রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল (বিইউপি)। মারজিউল হক, বিডিএস , শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা, প্রমুখ।
উক্ত বিক্ষোভে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উল্লেখ্য গতকাল ১২ আগস্ট, কেন্দ্রীয় কর্মসূচির ৪ দফা দাবিতে ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে, এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রকাশক : রওশন জাহান রুম্পা
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধার কন্যা মোছাঃ খালেকুন নাহার পলি
© Copyright 2024, All Rights Reserved Alphanewsexpress | Developed by Seoexpate.com