ডেস্ক রিপোর্ট:
টানা তৃতীয়বারের মতো বড় কোনো শিরোপা জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে যার শুরু। পরের বছরের ফিফা বিশ্বকাপও জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এবারের কোপায়ও এরই মধ্যে ফাইনালে উঠে গেছে দলটি।
আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় শিরোপার লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এবার শিরোপা জিতলেই উরুগুয়েকে ছাড়িয়ে টুর্নামেন্টটির শিরোপা জয়ে এককভাবে শীর্ষে উঠে যাবে আলবিসেলেস্তারা। অন্যদিকে, ২০০১ সালের পর দ্বিতীয়বারের মতো শিরোপার সন্ধানে কলম্বিয়া।
টুর্নামেন্টে এখনো পর্যন্ত হারেনি আর্জেন্টিনা। দলের সবাই আছে দারুণ ফর্মে। লিওনেল মেসির চোট নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দিয়েছেন, যে অবস্থায়ই মেসি থাকুক, খেলবেন তিনি।
ফাইনালেও জয়ের কম্বিনেশন ভাঙতে চাইবে না আর্জেন্টিনা। গোলবারে কোনো প্রশ্ন ছাড়াই দাঁড়াবেন এমিলিয়ানো মার্তিনেজ। ২০২১ সালের পর থেকে গোলবারে আর্জেন্টাইন ভক্তদের বিশ্বাসে পরিণত হয়েছেন তিনি। তার ওপরে রক্ষণের দায়িত্বে থাকছেন ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল ও নিকোলাস তালিয়াফিকো। যদিও সেমিফাইনালে চোটে পড়ে কিছুটা শঙ্কা জাগিয়েছেন মন্তিয়েল।
আর্জেন্টিনার মাঝমাঠে দারুণ ফর্মে আছেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো দি পল। ফাইনালেও প্রত্যাশিতভাবেই থাকছেন এই তিনজন। আগামীকালের ফাইনালের মাধ্যমেই আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন আনহেল দি মারিয়া। বিদায়ী ম্যাচে তাই তাকে শুরু থেকেই খেলাতে পারেন স্কালোনি। দুই পাশে মেসি আর হুলিয়ান আলভারেজ তো আছেনই। টুর্নামেন্টে এখনো পর্যন্ত সর্বোচচ গোলদাতা লাউতারো মার্তিনেজকে এই আলভারেজের জন্যই একাদশের বাইরে থাকতে হতে পারে।
ফাইনালে আর্জেন্টিনার একাদশ যেমন হতে পারে
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ।
ডিফেন্ডার: ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল ও নিকোলাস তালিয়াফিকো।
মিডফিল্ডার: রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি।
প্রকাশক : রওশন জাহান রুম্পা
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধার কন্যা মোছাঃ খালেকুন নাহার পলি
© Copyright 2024, All Rights Reserved Alphanewsexpress | Developed by Seoexpate.com