আজাদুর রহমান:
বগুড়ার শিবগঞ্জে মেধাবী স্কুল ছাত্রী মাইশা আনজুম মৌ সাপের কামড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। জানা গেছে, পৌর এলাকার তেঘরী মধ্যপাড়া গ্রামের ঢালাই কাজের সরদার মজনু মিয়ার কন্যা মেধাবী ছাত্রী মাইশা আনজুম মৌ(১৭) ও তার ছোট বোন মোবাশ্বিরা আক্তার(৮) প্রতিদিনের ন্যায় শয়নকক্ষে খাটে ঘুমায়।হঠাৎ করে গতকাল ১৩ই জুলাই রাত দুইটার দিকে মৌ এর পায়ে বিষাক্ত সাপ কামড় দিলে সে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে রাতেই তাকে শিবগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে মৌ এর পিতা মজনু মিয়া ও তার মা নুর নাহার বেগম বলেন, প্রতিদিনের ন্যায় আমার দুই মেয়ে শয়নকক্ষের খাটে ঘুমায়। হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় একটি বিষাক্ত সাপ মৌয়ের পায়ে ছোবল দিলে সে মারা যায়। আজ সকালে পার্শ্ববর্তী গ্রামের একজন ওঝা এসে শয়নকক্ষে অনেক খোঁজাখুজি করার পরও বিষাক্ত সাপটির কোনো সন্ধান মেলেনি। ওঝা বলেছেন বিষাক্ত সাপটি ঘর থেকে বের হয়ে গিয়েছেন। তারা আরো বলেন আমার এই আদরের মেয়েটার অল্প কিছু দিনের মধ্যেই বিবাহ দেওয়ার কথাবার্তা চলছে এবং সে এসএসসি পাশ করার পর বিভিন্ন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : রওশন জাহান রুম্পা
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধার কন্যা মোছাঃ খালেকুন নাহার পলি
© Copyright 2024, All Rights Reserved Alphanewsexpress | Developed by Seoexpate.com