প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৪, ৬:০৩ পি.এম
সিনেমাকে গুড বাই জানাচ্ছেন আমির খান?
- বলিউডের ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত জনপ্রিয় অভিনেতা আমির খান। দীর্ঘ ক্যারিয়ারে দর্শক-অনুরাগীদের উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। বড় পর্দায় আমির খানের শেষ সিনেমা ছিল ২০২২ সালে মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’। সিনেমাটি আমিরের অন্যান্য সিনেমার মতো বক্স অফিসে ততটা সাড়া ফেলতে পারেনি। ‘লাল সিং চাড্ডা’র ভরাডুবির পর সিনেমা থেকে কিছুদিনের অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এই তারকা। বলেছিলেন, ‘আমি বিরতি নিয়ে এখন পরিবারের সঙ্গে একটা সময় কাটাতে চাই।’ তার এই মন্তব্য ঘিরে সেসময় চারদিকে শোরগোল পড়ে গিয়েছিল।
- সাম্প্রতিক সময়ে সাবেক স্ত্রী কিরণ রাওয়ের পরিচালিত ‘লাপাতা লেডিস’ নিয়ে আবারও আলোচনায় আমির। এখনো চারদিকে সিনেমাটির জয়জয়কার। এই সিনেমার প্রযোজনা থেকে প্রচার- সবখানেই দেখা গেছে আমিরের সরব উপস্থিতি। এরইমধ্যে আমিরের সিনেমা থেকে অবসর নিয়ে আবারও জোর জল্পনা কল্পনা শুরু হয়েছে। এ বিষয়ে এবার নিজেই মুখ খুলেছেন ‘মি. পারফেকশনিস্ট’।
প্রকাশক : রওশন জাহান রুম্পা
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধার কন্যা মোছাঃ খালেকুন নাহার পলি
© Copyright 2024, All Rights Reserved Alphanewsexpress | Developed by Seoexpate.com